কাকলী
কাকলিদের ভিটা মাটি ছাড়া আবাদি জমি ছিলো না। ২০০৭-৮ সালের দিকে পুরো পরিবার বাবা-মা, ভাই-বোনসহ সবাই ঢাকায় চলে আসে।লতি, যুথি ও কাকলি তিনবোন গার্মেন্টসে কাজ করার পরে জীবনে প্রথম তাদের সংসারে সেভিংস হয়। কাকলি পুড়ে মারা যাবার পরে সবাই একটা কথাই বলে, সে খুব পর্দানশীন ছিলো, জীবনে কেউ ওর চুল দেখে নাই।