মো ফয়জুল ইসলাম
গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করার আগে ফয়জুল ইসলাম রংপুরে একটি মুদির দোকান চালাতেন। পারিবারিকভাবে তাদের আর্থিক অবস্থা ততটা খারাপ না থাকলেও ফয়জুল নানা ধারদেনায় জড়িয়ে পড়েন। তিন বিয়ের কারণেও অশান্তি এবং আর্থিক চাপ বাড়ে। ২০০৭ সালে ঢাকায় চলে আসেন কাজের খোঁজে। জীবনের শেষ সময়ে কারখানার কাছে একটা মেসে একাই থাকতেন। ফয়জুল সম্ভবত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, কারণ তার পকেটের মোবাইলটা সচল ছিলো, ভোর রাতে লাশের পকেট থেকে ফোনে বের করে তার ভাই মোস্তাফিজুর রহমানকে তাজরীনে আগুনের খবরটি দেয়া হয়।