সীমা বেগম
সীমা বেগম অপেক্ষাকৃত অবস্থাপন্ন পরিবার থেকে এসে গার্মেন্টস সেক্টরে শ্রমিক হিসেবে কাজ নেন। তার বাবা মো স্বাধীন মিয়ার রংপুরে ফাস্টফুডের ব্যবসা আছে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কাউকে না জানিয়ে তাজরীনে কাজ নিয়েছিল। আগুন লাগার আগের দিন বুঝিয়ে-শুনিয়ে সীমাকে ফেরত নেয়ার জন্য ছোটবোন লিমা আশুলিয়া এসেছিলেন। ফিরে যেতে রাজিও হয়েছিলো। লিমাকে বলেছিলো, তাহলে মাসের বেতনের টাকাটা নিয়ে বাড়ি যাবো।