নয়ন মিঞা

একই পরিবারের ৪ জন সদস্য নজরুল ইসলাম (৪০) তার স্ত্রী মোসাম্মাৎ আমেনা আক্তার (৩৫), তাদের বড়ো ছেলে নয়ন মিয়া ও ছেলের বৌ মুনিরা বিভিন্ন পদে তাজরীন ফ্যাশনসে কাজ করতেন। আগুনে পুড়ে সকলেই মারা যান। নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের মাঠের লাশের মিছিলে তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে জুরাইন গোরস্থানে কবর সনাক্ত হয়। 

2022 © All Rights Reserved | Designed and Developed by decodelab