মুনিরা বেগম

বয়ানদাতার নামঃ  বাশারুল ইসলাম (ভাই), সুরমা (মেয়ে, ১৬)

পরিবারের সদস্যঃ মা, ভাই

জায়গীরহাট ফখরুল উলুম আলিম মাদ্রাসায় আলিম শ্রেনিতে পড়ার সময় মুনিরার বিয়ে হয়ে যায়। স্বামী (সবুজ) ঢাকায় কাজ করতো, ২০০৯ সালের দিকে সেও ঢাকায় এসে তাজরীন গার্মেন্টসে কাজ নেয়। অগ্নিকান্ডের দিন মুনিরা ভাইকে ফোন দিয়ে বলে, ”ভাই আমার গার্মেন্টসে আগুন লাগছে” , একথাটা ছাড়া আর কিছু বলতে পারে নাই। তারপর ভাই বারবার ফোন দিয়েছে, কিন্তু আর ফোন বাজেনি। ২৫শে নভেম্বর নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের বারান্দায় সারি সারি লাশের মধ্যে মুনিরা ছাড়াও তাদের ফুফাতো বোন নূরেজার লাশও খুঁজে পেয়েছিল। ক্ষতিপূরনের টাকা নিয়ে মুনিরার স্বামীর সাথে অনেক অশান্তি হয়েছে, পরবর্তীতে লক্ষ টাকা মেয়ে সুরমার নামে ব্যাংকে জমা করা হয়েছে। মুনিরা (এসএসসি পরিক্ষার্থী) বর্তমানে নানী মামাদের সাথেই থাকে।  

2022 © All Rights Reserved | Designed and Developed by decodelab