নার্গিস বেগম

বয়ানদাতার নামঃ  মহসিন সরদার (ভাই)

পরিবারের সদস্যঃ ইলিয়াস সরদার (বাবা), নয়ন গাজী (ছেলে)

নার্গিস কালিকাপুর চৌকুনি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ম শ্রেনি পর্যন্ত পড়াশুনা করেছে। বোন ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। ২০০৫ সালের দিকে বিবাহ হয়েছিল। একমাত্র সন্তান নয়ন গাজী বর্তমানে ৯ম শ্রেনিতে অধ্যয়নরত। ২০০৬ সালে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে সে ঢাকায় চলে আসে, চাচাতো ভাই এনামুলের মাধ্যমে গার্মেন্টসে কাজ শুরু করে। তাজরীনে বছর কাজ করেছিল, হেলপার হিসাবে যোগ দেয়, পরে অপারেটর হিসাবে পদন্নোতি হয়, বেতন ছিল ৭৩০০ টাকা। অগ্নিকান্ডের দিন, পরিচিত একজন মহসিনকে রাতে ফোন করে ঘটনা জানায়, সে পরেরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়, তাজরীন কারখানায় এসে দেখে মানুষের আহাজারি। নার্গিসকে ডিএনএ টেষ্টের মাধ্যমে সনাক্ত করা হয়, বর্তমানে জুরাইন কবরস্থানে চিরজীবনের জন্য শায়িত।

2022 © All Rights Reserved | Designed and Developed by decodelab