দুলালী বেগম
তাজরীন ফ্যাশনসের ভবন নির্মাণের সময় দুলালী বেগমের বাবা দুলাল মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। কারখানা চালু হওয়ার পরে কিছুদিন লোডার হিসেবেও কাজ করেছেন। দুলালী কারখানা চালু হওয়ার প্রথমদিন থেকে অগ্নিকাণ্ডের দিন পর্যন্ত তাজরীনেই কাজ করেছেন। দুলালীর বোন রুপালি বেগমও তাজরীনে কাজ করতেন এবং অগ্নিকাণ্ডে আহত হন। ২০১৮ সালে রুপালি বেগম ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
এই ছবিতে দুলালী ও রেহেনা দেখা যাচ্ছে। দুজনেই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান।