মাজেদা বেগম

মাজেদা তার স্বামী জাবিদ আলীর সাথে তাজরীনে আগুন লাগার আনুমানিক  ১১ মাস আগে ঢাকা যান। জাবিদ আলী দিন-মজুর ছিলেন, জমি-জমা ছিলো না। NGO-র ঋণ, বাজারের ঋণ -- অনেক টাকা বাকি পরে গেসিলো। তাই ছোট বাচ্চা দুটোকে দাদির কাছে রেখে স্বামীসহ ঢাকা চলে যান। জাবিদ আলী হামীম ফ্যাক্টরিতে কাজ করতেন, আর মাজেদা তাজরীনে।  

2022 © All Rights Reserved | Designed and Developed by decodelab