তাজরীন অগ্নিকাণ্ডে কতজন শ্রমিক পুড়ে মারা গিয়েছেন তা সুর্নিদ্দিষ্টভাবে বলা কঠিন। সরকারি হিসাব’মতে ১১২জন কিন্তু যেহেতু আগুনের লেলিহান শিখায় দেহ থেকে মাংস ঝলসে গিয়েছিলো, বহু পরিবার-পরিজন পোড়া হাঁড়গোড় আর কঙ্কাল দেখে আপনজনকে চিনতে পারেনি। অগ্নিকাণ্ডের পরদিন, ২৫ নভেম্বর নিশ্চিন্তপুর প্রাইমারী স্কুল মাঠ থেকে ৬২টি অসনাক্তকৃত লাশ আনজুমান মফিদুল ইসলামের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসা হয়। এখানে ঢাকা জেলা প্রশাসকের উপস্থিতিতে ৭টি লাশ নিহত শ্রমিকের পরিবার বুঝে নেয়। এই মর্গ থেকে ন্যাশনাল ফরেনসিক ডি.এন.এন প্রোফা
বিস্তারিত